বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৩ জুন, ২০২৫, ০২:৩২ পিএম | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০২:৩০ পিএম
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী

বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে বসবাসরত হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।

প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আবদুস সোবহান আরও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতীতের ন্যায় সবসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকতে হবে। অতীতের ন্যায় আর কোনদিন এখানে রামশীল নাটক হতে দেওয়া হবেনা বলেও তিনি (আবদুস সোবহান) হুশিয়ারী দিয়েছেন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বড় বাশাইল সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা দিলীপ কুমার ঘটক। বক্তব্য রাখেন, হিন্দু সম্প্রদায়ের নেতা মাস্টার  মনমথ বাড়ৈ, স্বপন জয়ধর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস জামাল হাওলাদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল হক শাহীন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরাসহ অন্যান্যরা।

সভায় উপস্থিত সহস্রাধীক হিন্দু নর-নারী কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পরেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবদুস সোবহানের পক্ষে একযোগে কাজ করার মধ্যদিয়ে বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার জেলার সংবাদ পড়তে