উত্তরণ সাংস্কৃতিক সংঘে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৩ জুন, ২০২৫, ০২:৩৩ পিএম | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০২:৩৩ পিএম
উত্তরণ সাংস্কৃতিক সংঘে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

“এক নদী মোহনায় দুই কুল, হৃদয়ের রবীন্দ্র চেতনায় নজরুল” শ্লোগানকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাংস্কৃতিক সংগঠন উত্তরণ সাংস্কৃতিক সংঘের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

আগরপুর বাজারের উত্তরণ সাংস্কৃতিক সংঘের টিভি মঞ্চে বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত এ উৎসবে গীতি আলেখ্য পরিবেশন, কবিতা আবৃত্তি, নৃত্য, একক সংগীত ও গণসংগীত পরিবেশনসহ নাটক মঞ্চায়িত করেন সন্ধ্যা নদীর বাকে সংগীত বিদ্যালয়ের শিল্পীরা। 

উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে রবীন্দ্রনাথ ও নজরুলের কর্মময় জীবনি নিয়ে আলোকপাত করেন একুশে পদকপ্রাপ্ত কবি তপংকর চক্রবর্তী, কবি মহাদেব বসু, কবি রত্ন শিকদার রেজাউল করিম, কবি ও শিল্পী বিমল চক্রবর্তী, কবি আব্দুল হাকিম, কবি ও সাংবাদিক ডা. মনীষ চন্দ্র বিশ্বাস, কবি উৎপল চক্রবর্তী, কবি শেখ খলিলুর রহমান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক লুৎফুল কবির সবুজসহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক প্রকাশ রায়।

আপনার জেলার সংবাদ পড়তে