রংপুর মহানগর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০২:৩৬ পিএম
রংপুর মহানগর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে নগরীর রবার্টসন্সগঞ্জ স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির আহবায়ক  মোঃ সামসুজ্জামান সামু  বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরের ধর্মপ্রান মুসল্লীগণ ও সনাতন ধর্মালম্বী ভাই- বোনদের  নিয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। 

সাম্প্রদায়িক সম্পৃতির বন্ধনে রংপুরের সকল মানুষকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য রংপুর এর সদস্য সচিব অধ্যাপক দিলিপ চন্দ্র ঘোষ, রংপুর জেলা ও বিভাগীয় ডেইরী ফার্ম এসোসিয়েশনে সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, রংপুর মহানগর বিএনপির সদস্য নিখিলেন্দো গুহ রায়, সুলতার আলম বুলবুল, এ্যাড. সফি কামাল,  বিএনপি নেতা মোঃ রশিদুস সুলতান  বাবলু, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি  অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামানিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী,  সহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে