ইসরায়েলি হামলায় ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ২০ জ্যেষ্ঠ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট: ১৩ জুন, ২০২৫, ০৫:১৪ পিএম | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৫:০১ পিএম
ইসরায়েলি হামলায় ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ২০ জ্যেষ্ঠ কমান্ডার নিহত
তেহরানের বিক্ষোভকারীরা ইসরায়েলি হামলায় নিহতদের ছবি ধরে রেখেছে, ইরান, ১৩ জুন, ২০২৫।-রয়টার্স

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে শুক্রবার (১৩ জুন) ইরানের ভেতরে একটি ইসরায়েলি হামলায় দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি) অন্তত ২০ জন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদেহ-এর মৃত্যুও উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানায়, দুটি আঞ্চলিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইরানি সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন শীর্ষ পর্যায়ের সামরিক নেতাদের হত্যাকাণ্ড দেশটির নিরাপত্তা ও কৌশলগত অবস্থানে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও এতে আরও জটিল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স বলেছে, এখনো বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে এবং ঘটনার পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে পরবর্তীতে।

উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই আঞ্চলিক আধিপত্য ও প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ইরানের অভ্যন্তরে সবচেয়ে বড় ধরনের সামরিক ক্ষতির ঘটনা হিসেবে চিহ্নিত হতে পারে।