বোমা আতঙ্কে থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট: ১৩ জুন, ২০২৫, ০৫:৪৮ পিএম | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৫:৪৮ পিএম
বোমা আতঙ্কে থাইল্যান্ডে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ

ভারতের গুজরাটে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পরের দিনই এবার বোমা হামলার হুমকিতে জরুরি অবতরণ করতে হলো এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটকে। থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লিগামী ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে জরুরি অবতরণ করে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ফুকেট থেকে উড্ডয়ন করেছিল এআই-৩৭৯ ফ্লাইটটি। দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা থাকলেও আন্দামান সাগরের ওপর দিয়ে কিছুদূর এগিয়ে যাওয়ার পর বিমানে বোমা হামলার হুমকি আসে। তখনই সতর্কতামূলকভাবে পাইলটরা উড়োজাহাজটি ফিরিয়ে আনেন এবং স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় তা ফুকেট বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

উড়োজাহাজটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। থাইল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং তাদের লাগেজ স্ক্যান করে দেখা হচ্ছে। তবে বোমা সংক্রান্ত হুমকি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া বা স্থানীয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স ও এনডিটিভি বলছে, বিমানের যাত্রীদের কেউ আহত হননি এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত মোতায়েন হন।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) গুজরাটের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের গ্যাটউইকগামী এআই-১৭১ ফ্লাইটটি উড্ডয়নের দুই মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়লে ভয়াবহ প্রাণহানি ঘটে। ওই দুর্ঘটনায় ২৪১ জন নিহত হন এবং অলৌকিকভাবে একজন আরোহী বেঁচে যান।

গত বছর থেকেই ভারতের বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলো একাধিক বোমা হামলার ভুয়া হুমকির মুখে পড়েছে। মাত্র ১০ মাসে এমন হুমকির সংখ্যা প্রায় ১ হাজার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় দশ গুণ বেশি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়া আগে ভারতের সরকারি মালিকানাধীন থাকলেও ২০২২ সালে টাটা গ্রুপ এটি কিনে নেয়। পরবর্তীতে টাটার মালিকানাধীন ভিস্তারার সঙ্গেও একীভূত হয় প্রতিষ্ঠানটি।