বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৫৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে বরিশাল বিভাগে ৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি ১২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, যা মোট আক্রান্তের বড় অংশ।
বিভাগ ও অঞ্চলে আক্রান্তদের পরিসংখ্যান:
• বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ১২৪ জন
• ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২ জন
• চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ৯ জন
• ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯ জন
• খুলনা (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন
• ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১ জন
• সিলেট (সিটি করপোরেশনের বাইরে): ১ জন
একই সময়ে ১০৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে ১৩ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৫৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৫ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ৭ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জন মারা গেছেন, এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ২১৪ জন। তবে আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এ অবস্থায় জনসচেতনতা, পরিচ্ছন্নতা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেছেন।