এই স্বাধীন বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে : পিনাক চৌধুরী

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৬:২৫ পিএম
এই স্বাধীন বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে : পিনাক চৌধুরী

‘আপনারা কখনও নিজেদের সংখ্যালঘু ভাববেন না, একজন মুসলমানের যেমন অধিকার আছে তেমনি আপনাদেরও সমান অধিকার আছে। আমরা এক হয়ে এই দেশটাকে গড়তে চাই, আমরা চাই এ দেশটাকে সকলের সমন্বয়ে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়তে চাই’ এমন মন্তব্য করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা (মানপাড়া) হরিবাসর মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদাবলী কীর্তনে আমন্ত্রিত অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র দিনাজপুর জেলা শাখা'র নির্বাহী সদস্য পিনাক চৌধুরী।

এসময় উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ফিরোজ জামান, ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ডা. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হামিদার রহমান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য আতিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজান সিরাজ, যুগ্ম-আহ্বায়ক জামান, ইউনিয়ন বাস্তুহারা দলের আহ্বায়ক বাবুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW