রাজারহাটে প্রচন্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
: | আপডেট: ১৩ জুন, ২০২৫, ০৬:৩৭ পিএম : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৬:৩৫ পিএম
রাজারহাটে প্রচন্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ

কুড়িগ্রামের রাজারহাটে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের মানুষ। গত এক সপ্তাহ থেকে প্রখর রোদ আর প্রচন্ড গরমে জনজীবন হয়ে পড়েছে অতিষ্ঠ। শুক্রবার(১৩জুন) এ অঞ্চলে তাপমাত্রা ৩৬দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস প্রবাহিত হচ্ছে। এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে।  রাস্তা ঘাটে মানুষের চলাচল কমে গেছে, কর্মজীবী মানুষও নানা সমস্যায় পড়ছেন। প্রচন্ড গরমের কারণে  নিন্দ্রাহীন রাত কাটাচ্ছে। প্রচন্ড গরমের কারনে শহর ও গ্রামের অধিকাংশ বাড়িতেই সর্দি জ্বর শ্বাস কষ্ট দেখা দিয়েছে। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা কাহিল হয়ে পড়েছে। 

প্রখর রোদের কারণে শ্রমজীবি মানুষরা কাজ করতে মাঠে যেতে পারছে না। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকরা। কেউ কেউ গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা আশ্রয় নিচ্ছেন। অতিরিক্ত গরমে শরীরের পানি ও লবণের ঘাটতিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানা গেছে। যানবাহন চলাচল করছে কম। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডা. গোলাম রসুল রাখী বলেন, সর্দ্দি- জ্বরের রোগী বেশি আসছে। সঙ্গে দু’একজন পাতলা পায়খার রোগীরাও আসছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তীব্র এই গরমে বেশী বেশী পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।  

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় বলেন, বাতাসে জলীয়বাস্প বেশি থাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে। এই মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে