রাজারহাটে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ সেমিনার

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৬:৩৬ পিএম
রাজারহাটে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ সেমিনার

কুড়িগ্রামের রাজারহাটে অনার্স ক্লাব পাঠাগারের আয়োজনে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ সেমিনার ও কৃতি শিক্ষাথী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার(১২জুন) রাজারহাট উপজেলার বৈদ্যের বাজারে অনার্স ক্লাব পাঠাগার চত্বরে উক্ত অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি  নন্দ গোপাল রায়ের সভাপতিত্বে এবং নূরনবী আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারী কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায় এবং হাজীদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব সোহরাব হোসেন সবুজ। উক্ত অনুষ্ঠানে স্কুল ও কলেজের আড়াই শতাধিক শিক্ষাথী অংশগ্রহন করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য অধ্যায়নের সুযোগ প্রাপ্ত ২৭ জন শিক্ষার্থীকে μস্ট সম্মাননা দেয়া হয়। 

মুকুল লাল রায় বলেন, আজকের এই অনুষ্ঠান বর্তমান বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে স্কুল ও কলেজের শিক্ষাথীদের যে মেলবন্ধন ঘটালো তাতে করে অত্র এলাকার শিক্ষাথীরা উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধ হবে। 

পাঠাগারের সভাপতি নন্দ গোপাল রায় বলেন, অনার্স ক্লাব পাঠাগার একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। ‘মুক্তির

পথে তারুণ্যের হোক জয়’- এই স্লোগানকে ধারণ করে ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি অত্র এলাকার শিক্ষা, সংস্কৃতি ও চেতনাগত উৎকর্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনার্স ক্লাব পাঠাগার তার সৃষ্টিলগ্ন থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করে আসছে। এর পাশাপাশি সচেতন সমাজ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান, মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী র‌্যালী ও সেমিনার, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন, বন্যার্ত ও শীতার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি পালন, করোনা মহামারিকালীন স্বেচ্ছাশ্রম প্রদান, জাতীয় দিবসসমূহ পালনসহ নানামুখী কার্যμম বাস্তবায়ন করে আসছে। এ ছাড়া নিয়মিত পাঠকসেবা, সাপ্তাহিক পাঠচμ পরিচালনা, শিক্ষার্থীদের ভর্তি ও চাকরি সংকান্ত যাবতীয় অনলাইন সেবা চলমান রয়েছে। উচ্চশিক্ষায় সুশিক্ষিত মানবিক সমাজ গঠনে এই প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW