খুলনার পাইকগাছায় আমিরুল নামে এক বীমা কর্মীকে বিদ্যুৎ এর খুটিতে বেঁধে নির্যাতন, অতঃপর ঘেরের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানাগেছে, বীমার টাকার দাবিতে গ্রাহকরা এ ঘটনা ঘটালেও বাসায় আগুনের ঘটনাটি যথেষ্ট সন্দেহের জন্ম দিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌছে বীমা কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। গত ১০ মে' দুপুরে উপজেলার সোলাদানা ইউপির বেতবুনিয়াস্থ গুচ্ছ গ্রামস্থ রাস্তার উপরের এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পূর্ব ভ্যাকটমারীর বাসিন্দা সন্ধানী লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ এর মাঠকর্মী জিএম আমিরুল ইসলাম বেতবুনিয়াস্থ গুচ্ছ গ্রাম সংলগ্ন তার ১০ বিঘার চিংড়ি ঘেরের বাসায় অবস্থান করছিল। এ সময় স্থানীয় বীমা কোম্পানির গ্রাহকরা ইনসুরেন্সে এর টাকা দাবিতে উত্তেজিত হয়ে বীমাকর্মী আমিরুল ইসলামকে টেনে হেচড়ে রাস্তার পাশের বিদ্যুৎ এর খুটিতে বেঁধে মারপিট করে । খবর পেয়ে বেলা ২ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বীমা কর্মীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এদিকে হাসাপাতালে ভর্তি থাকাকালে বৃহস্পতিবার গভীর রাতে আমিরুল ইসলামের চিংড়ি ঘেরের মেইন বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, কে বা কারা আগুন দিয়েছে তা জানিনা, তবে, আমাদের উপর দোষ চাপাতে কেউ হয়তো পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে বীমাকর্মী আমিরুল ইসলাম জানান, আমি সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পাঃ লিঃ এর একজন মাঠকর্মী। স্থানীয় ২০/২৫ জন মহিলা-পুরুষ ১৬ বছর মেয়াদী একক বীমার গ্রাহক রয়েছে। এদের মধ্যে অনেকে ৩ বছর বা ৮ বছর পর্যন্ত বার্ষিক টাকা দেয়ার পর কিস্তির টাকা বন্ধ করে দিয়েছে। অথচ এরা মেয়াদ শেষ না হতেই পূরো টাকা দাবি করে চাপ সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে আমি ঘেরে অবস্থানকালে রনি মোড়ল,স্বজন গাজী, মুসলিমা বেগম, আয়েরা বেগম,রবিউল গাজী,শরিফুল গাজী, জামাল সানা, মোস্তফা মোড়লসহ একাধিক ব্যক্তি আমার টেনে হেচড়ে বিদ্যুৎ এর খুটিতে বেঁধে রেখে নির্যাতন চালায়। তাছাড়া আমি হাসপাতালে থাকাবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ঘেরের বাসায় আগুন দিয়ে ক্ষতিগ্রস্থ করেছেন। দুটি ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। এ সম্পর্কে অভিযুক্ত রবিউল গাজী, জাহানারা বেগম, জামাল সানা জানান, অনেক গরীব মানুষ খুব কষ্ট করে টাকা ইমকাম করে সঞ্চয়ের জন্য বীমা করেছে। এসব ব্যক্তির অভিযোগ , এখন বীমা কর্মী আমিরুল সঞ্চয়ের টাকা না দিয়ে হয়রানী করছেন। তবে,খুটিতে বেঁধে মারপিটের কথা জানতে চাইলে রবিউল গাজীসহ অনেকে স্বীকার করেন রাগে-ক্ষোভে এ ঘটনা ঘটেছে। থানায় এজাহারের তথ্য দিয়ে থানার এসআই আনিছ বলেন, আমি ঘটনাস্থলে পৌছে খুটিতে বাঁধা অবস্থায় বীমা কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেই।