সাতকানিয়ায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৭:২৮ পিএম
সাতকানিয়ায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৩ জুন জুমাবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাদামতল এলাকার নাজিম উদ্দিন লিটনের পুত্র রাফি (১৯) এবং একই এলাকার বাবুল হোসেনের ছেলে বাপ্পী (২২) চট্টগ্রাম হতে কক্সবাজারের দিকে চট্ট মেট্রো ল-১৫-৫৩৬৮ নম্বরযুক্ত বাইকযোগে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার সময় সাতকানিয়ার কালিইয়াশ ইউপিস্থ মৌলভীর দোকান এলাকায় নিজেদের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়। 

স্থানীয়রা দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ রাফি (১৯) কে মৃত ঘোষণা করেন এবং মোঃ বাপ্পি (২২) কে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে