ফুলবাড়ীতে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
: | আপডেট: ১৩ জুন, ২০২৫, ০৮:০৫ পিএম : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৮:০৫ পিএম
ফুলবাড়ীতে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মায়ের আদেশ পালন করতে গিয়ে জাম পাড়ার সময় গিয়ে মায়ের চোখের সামনে জাম গাছের মগডাল ভেঙে পড়ে নাঈম ইসলাম (১১) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যৃ হয়েছে। 

এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১ টার দিকে ফুলবাড়ূী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে। নিহত স্কুলছাত্র ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় বিকেলে ফুলবাড়ী থানার পুলিশ নিহত স্কুলছাত্রের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করেছে।

স্থানীয় ইউপি সদস্য মোকছেদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে স্কুলছাত্র নাঈম ইসলাম তার বাড়ির পাশের সরকারি রাস্তার একটি জাম গাছের মৌসূমী ফল কালোজাম পাড়তে ব্যাগ নিয়ে গাছের মগডালে ওঠে। 

এ সময় অসাবধানতা বশত গাছের মগডাল ভেঙে সে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা ও তার পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। 

চিকিৎসকের পরামর্শে পরিবারের লোকজন তাকে ্দ্রুতগামী যানবাহনে রংপুরে নেয়ার জন্য রহনা হলে পথিমধ্যে স্কুলছাত্র নাঈম ইসলামের মৃত্যু ঘটে। নিহত নাঈম ইসলাম ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি আব্দুষ ছালাম জানান, নিহত স্কুলছাত্র নাঈম ইসলাম তার মায়ের কথায় সাড়া দিয়ে ব্যাগ নিয়ে জাম গাছে ওঠে। এ সময় তার মাস কাকলী বেগম গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। 

মায়ের সামনে স্কুলছাত্র মগডাল থেকে জাম পাড়তে গেলে ডাল ভেঙে মাটিতে পড়ে যায় ও চিকিৎসার চেষ্টার মাঝে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে বলেও জানান ওসি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে