রাজশাহী নগরীতে দুর্ধর্ষ ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৮:১০ পিএম
রাজশাহী নগরীতে দুর্ধর্ষ ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার
রাজশাহীতে দুর্ধর্ষ ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ জুন) ভোরে মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ওই ছিনতাইকারী হলেন চন্দ্রিমা আবাসিক এলাকার বাসিন্দা এসএম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১)। পুলিশ জানায়, গত বছরের ২৭ নভেম্বর সকালে নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন এক নারী। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারী চক্র তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তির ঘটনায় ওই নারী আহতও হন। ঘটনার পর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে নগর গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং ছিনতাইকারীদের শনাক্ত করে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে উত্তর নওদাপাড়া এলাকার বাড়ি থেকে হাসান মোক্তাদ্দির ওরফে কিউটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে