সীতাকুণ্ডে স্কুল শিক্ষক পুলিশের হাতে গ্রেপ্তার

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : : | প্রকাশ: ১৩ জুন, ২০২৫, ০৮:২০ পিএম
সীতাকুণ্ডে স্কুল শিক্ষক পুলিশের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীকে নির্যাতন ও হত্যার চেষ্টার ঘটনায় চট্টগ্রাম আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন (৩৮) কে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি পৌরসভার মধ্যম মহাদেবপুর গ্রামের বাসিন্দা হাফিজ আহম্মেদের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার ১২ জুন রাত সাড়ে ১১ টায় ভোলা গিরীর বাড়ী থেকে ইকবাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিগত ২৭ অক্টোবর ২০২৩ সালে শিক্ষক ইকবাল হোসেনের সাথে সূবর্ণার  বিয়ে হয়। বিয়ের পর কয়েক মাস সুন্দরভাবে তাদের সংসার চলছিল। পরবর্তীতে যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর সংসারে ঝগড়া- বিবাদ চলতে থাকে এবং স্বামী তার স্ত্রীকে নানান অজুহাতে শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকেন। স্বামী -স্ত্রীর দাম্পত্য কলহের মধ্যে তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর স্ত্রী সূবর্ণাকে স্যালাইনের সাথে বিষ মিশিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে স্বামী ইকবাল ও তার পরিবারের বিরুদ্ধে। সূবর্ণার পরিবারের লোকজন ইকবালের বাড়ি থেকে অসুস্থ সুবর্ণাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। পরে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা সহ নির্যাতন করার অপরাধে ২০২৪ সালের ১০ মার্চ চট্টগ্রাম আদালতে মামলা করেন স্ত্রী সূবর্ণা।

স্কুলের শিক্ষক গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার এএসআই মহিউদ্দিন বলেন, আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় শিক্ষক ইকবালের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে