গজারিয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ১০:৫৭ এএম
গজারিয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার ভবেরচরে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া যায়। শুক্রবার (১৩ জুন) রাত পৌনে ১১টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর কলেজ রোড ও সাতকানিয়া এলাকার মধ্যেবর্তী চকের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া বসত ঘর ও ঘরে থাকা আসবার পত্র আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকারও বেশি বলে দাবি করেছে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক আজহার সরকার (৬০) পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি জানান, তিনি ভবেরচর বাসষ্টান্ডে ফল বিক্রি করেন। থাকেন কলেজ রোড এলাকায় ভাড়া বাসায়। 

এই বাড়িতে শুধু রাতে স্বামী স্ত্রী এসে ঘুমান। সারাদিন স্থানীয় বখাটে নেশাখোররা এসে আড্ডা দেয়। তারাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বিষয়টি নিয়ে গজারিয়া ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন কমান্ডার মো. রিফাত মল্লিক বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সরু রাস্তার কারণে গাড়ি যেতে না পারলেও আমরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনি।

আপনার জেলার সংবাদ পড়তে