ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৩:১২ পিএম
ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতসহ ১৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দিবাগত ভোর ৪টা ২০মিনিটের দিকে দিনাজপুর থেকে ছেড়ে ্আসা নাবিল পরিবহনের একটি বাস ঘোড়াঘাটের নুরজাহানপুর নামক স্থানে রাস্তায় দাড়িয়ে থাকা একটি আম বোঝাই  ট্রাককে সজোড়ে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই নিহত নাবিল পরিবহনের পাঁচ যাত্রীর লাশ ও হাসপাতালে মারা যাওয়া দুই যাত্রীসহ সাত যাত্রীর লাশ ঘোড়াঘাট থানা হেফাজতে নেয়। আহত ১৫জনকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের কোন পরিচয় জানা যায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে