পোরশায় বিএনপির ঈদ পুণর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৩:২১ পিএম
পোরশায় বিএনপির ঈদ পুণর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়

নওগাঁর পোরশায় বিএনপির ঈদ পুণর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুণর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ এর সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক  সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গনি,যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এবং যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ ইব্রাহিম আলী। ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুর রাকিব এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ সভাপতি মইনুল হাসান শাহ্ চৌধুরী, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রহমান সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে