সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটার ধানধিয়া ইউনিয়নের এনায়েতপুর শানতলা গ্রামে ইয়াছিন আলী সানা (৩৪) নামে এক যুবকের বিদ্যুৎ স্পৃষ্টে করুন মৃত্যু হয়েছে ।
এ ঘটনায় মৃতের স্বজনদের আহাজারীতে শোকের ছায়া নেমে এসেছে পুরা এলাকায়। এলাকাবাসি জানান, সকালে বাড়ীর পাশ্ববর্তী একটা ঘেরের আইলে মাটি কাটতে যায় ইয়াছিন আলী।
এ সময় ঘেরের আইলে থাকা বিদ্যুৎ এর তারে কোপ লাগলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে তার মত্যু হয়। নিহত ইয়াছিন আলী তালার ধানধিয়া ইউনিয়নের এনায়েতপুর শানতলা গ্রামের জায়েদ আলী সানার একমাত্র পুত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ইয়াছিনের বাড়িতে শোকের মাতম চলছিল। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।