নাসিরনগরে মোবাইলের দোকানে চুরি, মালামাল লুট

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৩:৪০ পিএম
নাসিরনগরে মোবাইলের দোকানে চুরি, মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পিয়াস  টেলিকম নামের একটি  মোবাইল দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও নগদ টাকাসহ প্রায় ২২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে  । 

আজ শনিবার (১৪ জুন)  ভোরে  ৫ টা ২০ মিনিটের দিকে নাসিরনগর থানা থেকে প্রায় ২০০ গজ দূরে থানা রোডে রেজা ম‍্যানসন মার্কেটে  এ ঘটনা ঘটে। 

থানায় দায়েরকৃত বাদী পিয়াস  টেলিকমের মালিক শুভ রঞ্জন দাসের অভিযোগ থেকে জানা যায়,গত শুক্রবার (১৩ জুন) রাত দশটার দিকে থানা রোডের রেজা ম‍্যানসন মার্কেটের পিয়াস টেলিকম মোবাইল ফোনের দোকান বন্ধ করে কর্মচারী অর্পণ চন্দ্র দাসসহ   বাসায় চলে যায়। পরের দিন শনিবার(১৪ জুন) পিয়াস টেলিকম দোকানের কর্মচারী বাদীকে ফোন করে জানায় যে, তাদের দোকানের সাটার ও কেচি গেইটের  তালা কাটা এবং  চুরি হয়েছে। পরে তিনি দোকানে এসে দেখেন, সাটার খোলা ও কেসি গেইটে নতুন একটি তালা দেয়া। পরে তালা কেটে ভেতরে প্রবেশ করে দেখেন বিভিন্ন ব্রান্ডের মোট ১৫৬টি এন্ড্রয়েড নতুন সেট যার মুল্য প্রায় ২২ লক্ষ  হাজার ১০ টাকা ও ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় ।

তিনি জানান,এত বড় চুরি,যা আমাদের নিঃস্ব করে দিয়েছে।থানার পাশে চুরির ঘটনা মানা যায় না। তাছাড়া চুরি হওয়ার পর একাধিকবার থানাকে অবগত করার পরও  দুপুর পযর্ন্ত কেউ আসেনি। যা খুবই দুঃখজনক। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, নাসিরনগর থানার পাশে  এমন দুর্র্ধষ চুরির ঘটনায় শঙ্কিত ব্যবসায়ীরা। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের।

এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ ওসি খাইরুল আলম জানান , এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরের কে শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, ভোর ৫ টা ২০ মিনিটের দিকে অজ্ঞাতনামা চোররা দোকানের সাটার ও কেচি গেইটের ৪টি তালা কেটে কৌশলে উপরোক্ত মালামালসমুহ লুট করে নিয়ে যায় ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে