চাঁদপুর মতলবে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৩:৪৩ পিএম
চাঁদপুর মতলবে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চাঁদপুরের মতলবে যৌথবাহিনীর অভিযানে ঘোড়াধারী এলাকা থেকে অস্ত্রসহ চিহ্নিত কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩জুন ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মতলব দক্ষিন থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, চাঁদপুর সদর সেনাবাহিনী ক্যাম্প এবং মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত কিশোর অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ঘোড়াধারী এলাকা থেকে কিশোর গ্যাং সদস্য আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৪), ফারহান তালুকদার (১৮), শান্ত বেপারী (১৭) এবং সবুজ মিজি (১৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নিকট হতে ২টি ছুরি, ১ টি এন্টিকার্টার, ১টি কাঁচি, ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনী গ্রেফতারকৃতদের মতলব দক্ষিন থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ জানান, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা এবং  আদালতে সোপর্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে