সেনাবাহিনী,পুলিশের যৌথ অভিযান

সেনবাগে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিদেশী পিস্তল উদ্ধার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৪ এএম
সেনবাগে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিদেশী পিস্তল উদ্ধার

নোয়াখালীর সেনবাগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম ভূঁইয়া রিগানের বাড়ি থেকে ৭.৬৫ মি.মি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। সোমবার রাত ১টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ সেনাক্যাম্প (৩৫ এসটি ব্যাটালিয়ন) ইনচার্জ ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে সেনবাগ থানা পুলিশ প্রায় একঘন্টা যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুর ইউপির পলাতক চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগানের বসতঘরের সামনে একটি বস্তার ভিতর কাপড় মোড়ানো অবস্থায় পরিত্যাক্ত ৭,৬৫মি.মি বিদেশী পিস্তল উদ্ধার করে। এ সময় তাদের বাড়িতে কেউ ছিলোনা।

এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান,সেনবাগ থানাল অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান। 


আপনার জেলার সংবাদ পড়তে