বাল্যবিবাহ করতে এসে আটকের পর ভ্রাম্যমান আদালতের রায়ে ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার। বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেনের পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ রায় ঘোষণা করা হয়।
শুক্রবার (১৩ জুন ) দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করতে আসেন একই উপজেলার পূর্ব কটকস্থল গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার। বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে হাজির হন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন।
এসময় ওই কিশোরীর বাবা ও মা পালিয়ে গেলেও সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদারকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনে তাকে (শাহীন) ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের রায়ের ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার।
উল্লেখ্য, গত ২০ দিন পূর্বে প্রবাসী শাহীন হাওলাদার অন্য একস্থানে অপর এক কিশোরীকে বাল্যবিয়ে করার সময় একই ভ্রাম্যমান আদালতে শাহীনকে আটক করা হয়। সে সময়ও একই ম্যাজিষ্ট্রেট তাকে আটক করে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে এবং প্রবাসী বিবেচনায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি ভেঙে শাহীন হাওলাদার আবারও বাল্যবিয়ের চেষ্টা করায় এবার আর তিনি ছাড় পাননি।