পাথর কোয়ারি চালুর দাবি

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৪:২৪ পিএম
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ

সিলেটের দর্শনীয় স্থান জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকরা। শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বল্লাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘুরে ফেরার সময় শ্রমিকরা তাদের গাড়িবহর ঘিরে ধরে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, উপদেষ্টারা কোয়ারি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখনই শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে গাড়িবহর আটকে বিক্ষোভে অংশ নেন। প্রায় ৫ থেকে ৭ মিনিট এই অবরোধ চলার পর পুলিশ তাদের সরিয়ে দেয় এবং উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউসে পৌঁছান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, “আকস্মিকভাবে স্থানীয় কিছু ব্যক্তি উপদেষ্টাদের গাড়িবহর আটকে দেন। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

জাফলং ঘুরে গিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থানগুলো থেকে আর পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবে না। জাফলং একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে যাঁরা পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করতেন, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি।”

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “এই এলাকাটিকে ধ্বংস করা হয়েছে। এখান থেকে আপাতত আর পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। ক্রাশার মেশিনগুলো এখান থেকে সরাতে হবে। ইতোমধ্যে আমি বিভাগীয় কমিশনার ও ডিসিকে নির্দেশ দিয়েছি যেন এসব মেশিনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়।”

তিনি আরও জানান, জাফলংয়ে পর্যটন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিবেশবান্ধব কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। জাফলং নিয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাথর উত্তোলন বন্ধ থাকায় জাফলং ও আশপাশের এলাকার বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তারা পাথর কোয়ারি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছেন। এ দাবিতেই বিক্ষোভের সূত্রপাত।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে