শ্রীমঙ্গলে ১১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানানন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউপির অন্তর্গত রামনগর গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় করা কালে মাদক কারবারি মোঃ আব্দুল্লাহ (৩৫) ও আমজাদ হোসেন (১৯) কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।