দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক সাড়ে ৪ টায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী যানবাহন উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন প্রাণ হারান এবং আহত হন ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদরের কেকে বাড়ি গ্রামের হাশেম আলীর কন্যা তামান্না (২৫), একই জেলার বড় বালিয়া গ্রামের মো. তারিকুল ইসলামের ছেলে মোঃ আরিফ ইসলাম (২৫), নওগাঁ সদরের পার পুর গ্রামের মৃত আক্কাস ছেলে আমিনুল ইসলাম (৪৭) (সুপারভাইজার), পঞ্চগড় জেলার বোদা উপজেলার টুনির হাটের মো. খালেক আলীর ছেলে সেনাসদস্য এরশাদ হোসেন রাশেদ (২৫) ও ঢাকার আমিন বাজার এলাকার মোঃ রাহাত (৩৫)। আহতরা হলেন- রানা, মৃত্তিকা,সাকিব, নাছিমা, গাজীবুর, তরিকুল ও ফকরুল ইসলাম।