বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বেহুলার বাসর ঘর সংলগ্ন রাম শহর উত্তরপাড়া সমাজ শান্তিনিকেতন ক্লাব সংলগ্ন পারিবারিক কবরস্থানে গত (১০ জুন) মুকুলের মাতা আমেনা মৃত্যুবরণ করলে তার কবর খনন করার সময় দুইটি পিতলের মূর্তি গ্রামবাসী উদ্ধার করেন।
পরবর্তীতে গ্রামবাসী (১৩ জুন) সদর থানা পুলিশকে অবগত করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কবর খননকারী গোকুল ইউনিয়নের রাম শহর উত্তরপাড়া ফটো মিয়ার পুত্র সাইফুল ইসলামের
বাসা থেকে একটি ছোট পিতলের মূর্তি উদ্ধার এবং জব্দ করে আবার (১৪ জুন) মুকুলের বাসা হতে আরেকটি ছোট পিতলের মূর্তি উদ্ধার এবং জব্দ করে।
এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বর্তমানে মূর্তি দুটি থানা হেফাজতে আছে। বিধি মোতাবেক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।