উত্তরায় র‍্যাব পরিচয়ে ‘নগদ’ প্রতিনিধি থেকে কোটি টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৫:০৭ পিএম
উত্তরায় র‍্যাব পরিচয়ে ‘নগদ’ প্রতিনিধি থেকে কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় র‍্যাবের পরিচয় দিয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর একজন প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উত্তরার একটি সড়কে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পুলিশ ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী একজন ব্যক্তি মোটরসাইকেলে চলছিলেন। হঠাৎ একটি কালো মাইক্রোবাস তার গতিরোধ করে। এরপর সেই মাইক্রোবাস থেকে র‍্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি নেমে তাকে ধরার চেষ্টা করে। দৌড়ে পালানোর চেষ্টা করলেও তারা তাকে ধরে ফেলে এবং জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তিনি নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধি হিসেবে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে কালো মাইক্রোবাসে আসা কয়েকজন নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তার পথরোধ করে এবং টাকাভর্তি ব্যাগসহ তাকে গাড়িতে তোলে। কিছুক্ষণ পর তাকে রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায় তারা।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তিনি নগদের প্রতিনিধি এবং তার কাছে থাকা ১ কোটি ৮ লাখ টাকা র‍্যাব পরিচয়ে ছিনতাই করা হয়েছে। আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ করছি।”

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না, তবে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

এ ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ র‍্যাবের মতো রাষ্ট্রীয় বাহিনীর পরিচয় ব্যবহার করে এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা কমিয়ে দিতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ফিরিয়ে আনতে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সবার দৃষ্টি এখন পুলিশের দিকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে