শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ডা. আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি গোলাম কিবরিয়, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, সাবেক উপজেলা আমীর মুফতি খাদিমুল ইসলাম, জামায়াতের পৌর সভাপতি মাওলানা শাহজাহান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত প্রমুখ।
এ সম্মেলনে নকলা উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।