পাঁচবিবির ভাঙ্গা সড়ক পথচারীদের মরণ ফাঁদ

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৬:১০ পিএম
পাঁচবিবির ভাঙ্গা সড়ক পথচারীদের মরণ ফাঁদ

জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা এলাকায় পাকা রাস্তার  এক পার্শ্বে ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি  হওয়ায় পথচারীদের মরণ ফাঁদে পরিনত হয়েছে। ফলে যে কোন মুহুর্তে প্রাণ নাশসহ ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।  তারপরও দূর্ঘটনার ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলছে ছোটখাটো যাত্রী পরিবহনসহ পন্যবাহী পরিবহন। এ অবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থসরেজমিনে দেখা যায়, পাটাবুকা এলাকার রাস্তাটির যে অংশ ভেঙে গেছে তার উভয় পাশের রাস্তা তুলনামূলক ভাবে উঁচু। এ কারনে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ঐ রাস্তটি মারাত্মক ভাবে  ভেঙে যায়। এতে ভ্যান রিক্সা মোটরসাইকেলসহ সাধারণ যাত্রীরা ঝুঁকি নিয়ে পারাপার হলেও ভারী যানবাহন পার হতে গিয়ে পড়ছে বিপাকে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, দিনের বেলায় ওই সড়ক দিয়ে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকেরা ঝুঁকি নিয়ে চলাচল করতে পারলেও রাতের বেলায় অপরিচিত গাড়ীর চালকদের কাছে এই সড়ক যেন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। রাস্তাটি ভাঙার কারনে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে।  এ বিষয়ে স্থানীয় বালিঘাটা ইউনিয়ন পরিষদের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য মোঃ মামুনুর সরকার রাশেদুল বলেন, যানবহন ও জনসাধারণের চলাচলের জন্য ভাঙা রাস্তাটি বালু ভর্তি ব্যাগ দিয়ে অতি দ্রুত ঠিক করা হবে। এছাড়া উপজেলা মাসিক মিটিংয়ে ভাঙা রাস্তার বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে