বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাদের যোগ্য স্থানে অন্তর্ভুক্তির দাবিতে শেরপুর জেলা বিএনপির দুই যুগ্ম আহবায়কের নেতৃত্বে একটি বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপমের নেতৃত্বে ওই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা এসময় খন্ড খন্ড মিছিল নিয়ে প্রথমে শহরের নিউমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। পরে এক বিশাল মিছিল বের হয়ে শেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এমকে মুরাদুজ্জামান মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, ঢাকা বারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জিএইচ হাসান মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কমিটি উপহার দিয়েছেন সে কমিটিকে ‘আমরা স্বাগত জানাই। তবে আওয়ামী লীগের আমলে জেল জুলুমের শিকার, মামলা হামলার স্বীকার এবং দলের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত অনেকেই পদ বঞ্চিত হয়েছেন। তাই তাদের আহ্অবায়ক কমিটিতে ন্তর্ভুক্ত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আবেদন জানান তারা ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মুখলেসুর রহমান জীবন, সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাবেক যুব বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রাসেল, জেলার সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিক সহ বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ ।