বিরলে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনায় আহত ৬

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৬:৩৩ পিএম
বিরলে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনায় আহত ৬

বিরলে জমি জমা ও পূর্ব শত্রুতার জের ধরে ঝগড়া বিবাদ সৃষ্টি করে মারপিটে আহত হয়েছেন একই পরিবারের ০৬ জন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় বিরল থানায় এজাহার দায়ের হয়েছে। 

উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের দরবারপুর গ্রামের মহবুর আলমের ছেলে পান্না পাভেল (২৩) জানান, একই গ্রামের মৃত. ইউসুফ আলী’র ছেলে মোতাহার হোসেন (৬০), আব্দুল মমিন (৪৫), মোয়াজ্জেম হোসেন (৪৮), মোতাহার হোসেনের স্ত্রী মঞ্জু বেগম (৪৭), কন্যা বুলবুলি বেগম (৩০), মমতাজ বেগম (৩৫) এবং উপজেলার ০১নং আজিমপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের মৃত. রাকিমত এর ছেলে আব্দুস সালাম (৩৫) প্রতিপক্ষ’গণ নিজেদেরই ভাগিদার। বিবাদীগন জমি জমা ও পূর্ব শত্রুতার জের ধরে আমার পরিবারের লোকজনের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করে আমার পরিবারের লোকজন’কে মারপিট করা’সহ আমাদের জমি জবর-দখল করার জন্য সুযোগ খুঁজতে থাকে। আমার দুই বিবাহিত বোন মোছাঃ মাহাফুজা খাতুন, ও মঞ্জিলা আক্তার আমাদের বাড়ীতে আত্মীয়তা করার জন্য আমাদের বাড়ীতে আসে। এরই মধ্যে উপরোক্ত সকল বিবাদীগনেরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের জমি জবর-দখল করার জন্য গত বৃহস্পতিবার (১২ জুন) বিকাল আনুমানিক ৩টার সময় তারা সকলেই একই উদ্দেশ্যে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে লাঠি সোঠা, লোহার রড, ধারালো হাসুয়া, চাইনিজ কুড়াল, সাবল’সহ বিভিন্ন দেশিয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আমাদের জমি জবর-দখল করার চেষ্টা করে। সেই সময় আমরা বাঁধা দিতে গেলে আমার পিতা মহবুর আলম, আমার মাতা ও  দুই বোন মাহাফুজা ও মঞ্জিলা আক্তার’কে এলোপাথারি ভাবে কিল ঘুষি মারপিট ও কালোশিরা জখম করে। আমার বিবাহিত বোন মোছাঃ মঞ্জিলা আক্তারের পড়নের জামা কাপড় ছিড়িয়া বিবস্ত্র করিয়া শ্লীলতাহানী করে। আরেক বোন মোছাঃ মাহাফুজা খাতুন এর হাতের তালুর উপরে অংশে এবং কব্জির নিচে কামড় দিয়ে রক্ত জখম করে তার দুই হাতে পরিহিত ৬ আনা ওজনের স্বর্নের একজোড়া হাতের বালা এবং ১০ আনা ওজনের স্বর্নের একটি চেইন যাহার আনুমানিক মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়। ঘটনাস্থলে আমার ছোট ভাই মোঃ রাজু (০৭) তার ব্যবহৃত বাইসাইকেল নিয়ে আসলে তাকেও মারপিট করে তার কাছে থাকা বাইসাইকেল অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নিয়ে নেয় যাহার আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা। আমার বোন মোছাঃ মাহাফুজা খাতুনের কোলে থাকা তার মেয়ে/আমার ভাগ্নী মোছাঃ সিদরাতুন মুনতাহা সানায়া (২.৫ বছর)’কে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আচ্ছাড় দেয় এবং বিবাদীদ্বয় আমার দুই বোনের চুলের মুঠি টানা-হেচড়া করে বাড়ীতে অসৎ উদ্দেশ্যে নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে রেখে আমার দুই বোনের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে স্ব-জোরে আঘাত করে ছেলা ফুলা’সহ রক্ত জখম করে। উক্ত ঘটনার বিষয়ে ৯৯৯ ফোন করে ঘটনার বিষয়ে অবগত করা হইলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আমার দুই বোন, পিতা ও মাতা’কে বিবাদীগনদের হাত থেকে উদ্ধার করে। তখন বিবাদীগনেরা আমার দুই বোন, পিতা, মাতা ও আমার পরিবারের অন্যান্য লোকজনদেরকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমার বোন মোছাঃ মাহাফুজা খাতুন ও আমার পিতাকে আহত অবস্থায় উদ্ধার করে অটোযোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমার বোন ও আমার পিতার শারীরিক অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। উল্লেখিতদের নিকট হতে ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধারপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিবাদীগণের বিরুদ্ধে পান্না পাভেল বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে