রংপুরে লায়ন্স পরিবারের উদ্যোগে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশের নবনির্বাচিত গভর্ণর লায়ন শংকর রায় মনা এমজেএফ, ১ম ভাইস গভর্ণর লায়ন মহসীন ইমাম চৌধুরী, ২য় ভাইস গভর্ণর লায়ন এমরান ফারুক মঈন রানার সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার রাতে রংপুরের ক্যাসপিয়া হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের পাষ্ট প্রেসিডেন্ট লায়ন এ্যাড. মোঃ আব্দুর রশীদ চৌধুরী। নবনির্বাচিত গভর্ণর লায়ন শংকর রায় মনা এমজেএফ তাঁর বক্তব্যে টুগেদার উই ওয়ার্ক মুলমন্ত্র বাস্তবায়নে সকলকে আর্তমানবতায় এগিয়ে আসার আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব রংপুরের পাষ্ট প্রেসিডেন্ট ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান লায়ন প্রফেসর ডা. আখতারুজ্জামান, পাষ্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ আরিফ হোসেন টিটো, লায়ন মোঃ শহিদুল আনাম তুহিন, লায়ন মোঃ আল হেলাল, লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল, লায়ন্স ক্লাব অব রংপুর মহানগরের পাষ্ট প্রেসিডেন্ট লায়ন রবিউল ইসলাম মৃদুল, প্রেসিডেন্ট ও জোন চেয়ারপারসন লায়ন মোঃ আতিক উল্লাহ আতিক, লায়ন্স ক্লাব অব রংপুর ভিষনের প্রেসিডেন্ট লায়ন প্রফেসর মোঃ মোজাফফর আহমেদ, লায়ন্স ক্লাব রংপুর মাহিগঞ্জের পাষ্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ শামসুল আলম, লায়ন্স ক্লাব অব রংপুর বেগম রোকেয়ার প্রেসিডেন্ট লায়ন তাহমিনা শিরিন নিপা। এসময় ডিজি টিমে ফাষ্ট লেডি, লায়ন সঞ্জয়, শান্ত, রাকিব, স্থানীয় ক্লাবের লায়ন আব্দুর রহিম, শফিকুল ইসলাম, ফরিদ আহমেদ রুমি, মানিক, সুজাউদ্দৌলা, তারেক, টিটু মোস্তফা, রফিকুল্লাহ বাদশা, রফিকুল ইসলাম বাবুল, হারুন, সাইফুল ইসলাম আজাদ, এস আর ফারুক, মশিউর রহমান, মাসুদ রানা, রেজাউল করিম, মাজেদুল রহমান ঝন্টু, কাঞ্চন, মিজান, আশিক, সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে সঞ্চালনা করেন লায়ন তাহমিনা শিরিন নিপা ও এস এম রেজাউল করিম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।