গাবতলীতে জোরপূর্বক ঘর উত্তোলন, থানায় অভিযোগ

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৭:০০ পিএম
গাবতলীতে জোরপূর্বক ঘর উত্তোলন, থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে জোরপুর্বক গাছ কেটে  জমি দখল করে ঘর নির্মান করায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানাগেছে, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পাইকরতলী গ্রামের মোঃ রুবেল প্রাং'র স্ত্রী মোছাঃ লাভলী বেগম বাদী হয়ে থানায় অভিযোগে বলেছেন, বিবাদীগণ তার আত্মীয় স্বজন, তাদের সহিত স্বামীর জমি-জমা সহ বিভিন্ন বিষয়াদি লইয়া বিরোধ চলিয়া আসিতেছে।

বিরোধের জেরধরে (১১ জুন)  দুপুর  দেড় ঘটিকায় সময় বিবাদীগন বসতবাড়ীতে ধারালো অস্ত্র দা-কুড়াল নিয়ে আঙ্গিনায় এসে বাদীর স্বামীর রোপনকৃত ইউক্যালিপটাস ৪টি, বোকনা, ২টি, কেটে ফেলে। এতে দশ হাজার টাকার ক্ষতি সাধন করে ও জোরপূর্বক আঙ্গিনায় টিনের বেড়া ও ছাউনী উঠায়।  এতে করে বাদী তার লোকজন নিয়ে ঘর থেকে বাহির বেরহতে পারছে না। বাদী তার স্বামী বিবাদীদের বাধা নিষেধ করিলে, তাহারা অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।  বিবাদীগন বাদী ও তার স্বামীকে এলোপাথারী ভাবে চড়-থাপ্পর, কিল-ঘুষি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে লালচে বেদনাদায়ক ফোলা জখম করে।

এঘটনায়, আব্দুস সামাদ, আহম্মেদ আলী, জিয়ারুল ইসলাম,  শফিকুল ইসলাম,  বাবু, দোলন  বিউটি বেগমকে বিবাদী করে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। থানার ডিউটি অফিসার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে