পবিত্র ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে চাঁদপুর নদী বন্দর নৌ টার্মিনালে বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভার স্কাউটের ১০ দিনব্যাপী স্বেচ্ছাসেবী কার্যক্রম চলমান রয়েছে। ঈদের আগে ৪ দিন ও পরে ৬ দিন, মোট ১০ দিন প্রতিদিন ৩০ জন করে রোভার স্কাউট সদস্যরা সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীদের সুশৃঙ্খলভাবে লঞ্চে ওঠানামা, পথনির্দেশনা, যাত্রীদের তথ্য সহায়তা, প্রবীণ ও শিশুদের সহায়তা, রাস্তায় শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনসহ জরুরি সেবায় নিয়োজিত আছেন। গতকাল ১৪ জুন শনিবার রাত পর্যন্ত এ সেবামূলক কার্যক্রম অব্যাহত ছিলো।
এই সেবামূলক কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চাঁদপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী। তিনি বলেন, “ঈদযাত্রায় এই লঞ্চঘাটে যাত্রীসেবা একটি বড় চ্যালেঞ্জ। এখানে চলাচলের রাস্তাটিও খুবই সরু। বেশিরভাগ সময় সিএনজি, অটোরিক্সা এবং রিক্সা চালকদের চাপে ঘরমুখো যাত্রীরা অস্বস্তিবোধ করে। জেলা রোভাররা প্রতিবছরের ন্যায় এবারও চাঁদপুর লঞ্চঘাটে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। যাত্রীরা যাতে কোনো দুর্ভোগে না পড়েন তাই তারা সকাল থেকে রাত পর্যন্ত স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছে।
রোভার স্কাউটদের এই কার্যক্রমে যাত্রীদের মধ্যে ব্যাপক সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, শরিয়তপুর, লক্ষ্ণীপুর ও রায়পুরের যাত্রীরা এই সেবার ভূয়সী প্রশংসা করেছেন।
রায়পুরের যাত্রী আব্দুল হালিম বলেন, পরিবার নিয়ে লঞ্চ থেকে নামতে গিয়ে অনেকটাই দুশ্চিন্তায় ছিলাম, রোভার স্কাউট সদস্যদের সহায়তায় নিরাপদে উঠতে পেরেছি।”
ফরিদগঞ্জের মাহমুদা বেগম জানান, দুই সন্তান নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে এসেছি। ঘাটে নামতেই একজন রোভার স্কাউট ব্যাগ নিয়ে সাহায্য করেছেন এবং অটো পর্যন্ত এগিয়ে দিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলার সোহেল রানা জানান, আগে ঘাটেই সিএনজি, অটোরিক্সা চালকদের বিশৃঙ্খলা দেখা যেত। এবার স্কাউটদের কারণে ঘাটের বাইরে সবাই লাইনে দাড়িয়ে ছিলো আর শৃঙ্খলাও অনেক বেড়েছে।
চাঁদপুর নদী বন্দরে রোভার স্কাউটদের এই প্রশংসনীয় উদ্যোগে স্থানীয় প্রশাসন, লঞ্চ কর্তৃপক্ষ ও সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শৃঙ্খলা বজায় রাখতে লঞ্চঘাটে রোভার সদস্য ছাড়াও পুলিশ, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্যক্রম জাতীয় পর্যায়ে রোভার স্কাউটদের একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে।