প্রচন্ড গরমকে উপেক্ষা করে ঈদের ছুটি শেষে রংপুর থেকে ঢাকার পথে চাকুরীজীবিসহ নানা পেশার মানুষ। গরমে ওষ্ঠাগত সেই সব রংপুর থেকে ঢাকাগামী তৃষ্ণাত্ব যাত্রীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ জুন) বিকেলে রংপুর নগরীতে তাজহাট থানা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় ঢাকাগামী তৃষ্ণাত্ব যাত্রীরা বুথ থেকে খাবার পানি ও স্যালাইন গ্রহণ করেন তারা। টানা কয়েকদিন থেকে সারাদেশের মতো রংপুরেও তীব্র তাপদাহ চলছে। এই তীব্র তাপদাহের সময় জামায়াতে ইসলামীর উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ স্বাগত জানিয়েছেন যাত্রীসহ পথচারীরা। খাবার পানি ও স্যালাইন বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সাবেক আমীর অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বেলালসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।