গোমস্তাপুরে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৩ এএম
গোমস্তাপুরে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির উদ্যোগ মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিন করে রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিকী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। সেখানে নেতাকর্মীরা আলোচনা সভা ও মোনাজাত করা হয়। গোমস্তাপুর উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) আহবায়ক মোয়াজ্জেম হোসেনের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা ফজলুর রহমান, রফিকুল ইসলাম রাজ , যুবনেতা সাজ্জাদ হোসেন, পিয়ারুল ইসলাম, আব্দুল্লাহ, জুয়েলসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে