ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরও ১৬৯ জন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৯:০০ পিএম
ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরও ১৬৯ জন

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ফের বাড়তে শুরু করেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ব্যক্তিটি চট্টগ্রাম বিভাগের ৩৬ বছর বয়সী এক নারী।

চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—১৪ জন। এছাড়া বরিশাল বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মৃত্যুবরণ করেছেন।

এদিন নতুন করে ভর্তি হওয়া ১৬৯ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগেরই ১০১ জন। চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন এবং ঢাকা বিভাগের আরও ৫ জন ভর্তি হয়েছেন। এই মুহূর্তে মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মাসভিত্তিক ডেঙ্গু আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান নিম্নরূপ:

জানুয়ারিতে আক্রান্ত: ১,১৬১ জন, মৃত্যু: ১০ জন

ফেব্রুয়ারিতে আক্রান্ত: ৩৭৪ জন, মৃত্যু: ৩ জন

মার্চে আক্রান্ত: ৩৩৬ জন, মৃত্যু: ০ জন

এপ্রিলে আক্রান্ত: ৭০১ জন, মৃত্যু: ৭ জন

মে মাসে আক্রান্ত: ১,৭৭৩ জন, মৃত্যু: ৩ জন

জুনের প্রথম ১৪ দিনে আক্রান্ত: ১,৩৯৪ জন, মৃত্যু: ৬ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।

এর আগে ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে আক্রান্ত ছিলেন ৩,২১,১৭৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের। ২০২২ সালে মৃত্যু হয়েছিল ২৮১ জনের এবং ২০২১ সালে ১০৫ জনের।

চলতি বছর বর্ষা মৌসুম শুরুর আগেই যেভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে, তাতে করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে বরিশালসহ কয়েকটি বিভাগে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে