চার সীমান্ত দিয়ে ভারত থেকে ৫৪ জনকে পুশ-ইন, বিজিবির তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ১২:৪৫ পিএম
চার সীমান্ত দিয়ে ভারত থেকে ৫৪ জনকে পুশ-ইন, বিজিবির তীব্র প্রতিবাদ
ফাইল ছবি

ভারত থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, মৌলভীবাজার ও লালমনিরহাট সীমান্ত দিয়ে অন্তত ৫৪ জন বাংলাদেশিকে জোরপূর্বক দেশে পুশ-ইন করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে শিশু, নারী ও পুরুষসহ একাধিক রোহিঙ্গাও রয়েছে। সীমান্তে সম্প্রতি পুশ-ইনের এই ধারাবাহিক ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে।

বিজিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ জুন) ও শনিবার (১৪ জুন) পর্যন্ত চারটি সীমান্ত দিয়ে মোট ৫৪ জনকে পুশ-ইন করা হয়েছে।

পঞ্চগড় সীমান্তে আটক ১৬ জন
বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, পেদিয়াগজ ও মিস্ত্রীপাড়া সীমান্ত চৌকি এলাকায় বিজিবি সদস্যরা ১৬ জনকে আটক করেন। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। আটকরা জানান, তাদের অনেকেই ভারতের মুম্বাইয়ে বিভিন্ন জায়গা থেকে আটক হওয়ার পর বিএসএফ-১৩২ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে ৪ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করলেও বাকি ১২ জনের বাড়ি খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোরে।

ঠাকুরগাঁওয়ে ২৩ জন
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৭ শিশু রয়েছে। এ ঘটনায় সীমান্তে আয়োজিত পতাকা বৈঠকে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়।

মৌলভীবাজারে ১২ রোহিঙ্গা
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, বড়লেখা উপজেলার কুমারসাইল সীমান্ত এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছেন এবং জানিয়েছেন যে বিভিন্ন সময় তারা ভারতে গিয়েছিলেন।

লালমনিরহাটে তিন বাংলাদেশি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ৯০৫ নম্বর সীমান্ত পিলার থেকে ৩ জনকে আটক করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, আট বছর আগে কাজের খোঁজে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শূন্যরেখায় আরও ৯ জন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারপাড়া সীমান্ত এবং বড়খাতা ইউনিয়নের পূর্ব সরদুবি সীমান্তে আরও ৯ জনকে পুশ-ইন করার চেষ্টা হয়। তবে স্থানীয়দের সহায়তায় বিজিবি তা প্রতিহত করে। ওই ৯ জন বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির কমান্ডার নায়েক সুবেদার জোবায়ের রহমান বলেন, “আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। তবে সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে।”

আপনার জেলার সংবাদ পড়তে