ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। রোববার (১৫ জুন) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বদলির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী বদলিকৃত কর্মকর্তারা হলেন:
১. আলি আকবর খান – বর্তমানে ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) পদে থাকা এই কর্মকর্তা বদলি হয়েছেন অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত ডিআইজি হিসেবে।
২. মোহাম্মদ শামসুল হক – চট্টগ্রামের ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। তাকেও বদলি করা হয়েছে সিআইডি-তে।
৩. মো. নজরুল ইসলাম – ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি পদে ছিলেন। তাকেও একইভাবে সিআইডি-তে বদলি করা হয়েছে।
৪. রুমানা আক্তার – তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত ছিলেন। তাঁকে বদলি করে ঢাকা আরআরএফ-এর কমান্ড্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের কোরবানির ঈদ উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের সরকারি ছুটি ছিল। এই দীর্ঘ ছুটির পরপরই গুরুত্বপূর্ণ এই বদলির সিদ্ধান্ত নেওয়া হলো, যা প্রশাসনিক কাঠামোয় গতি আনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।