ভোলার তজুমদ্দিনে একই দিনে দুইটি ধর্ষণ, আটক ৩

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম সাদী; তজুমদ্দিন, ভোলা) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০২:০০ পিএম
ভোলার তজুমদ্দিনে একই দিনে দুইটি ধর্ষণ, আটক ৩

ভোলার তজুমদ্দিন উপজেলায় সোনাপুর ও চাঁদপুর ইউনিয়নে একই দিন একজন বাক প্রতিবন্ধীসহ পৃথক দুইটি ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা জানোরা বেগম ও অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী  গুচ্ছগ্রামে ও চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছ গ্রামের এ লোমহর্ষক ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানায়, সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী  গুচ্ছগ্রামে ১৩ জুন বেলা সাড়ে ১০ টার দিকে বাক ও মান প্রতিবন্ধী শিশু(১৫)র  মামা মোঃ বাদশা ওরফে বাসু (৫৫) বেড়ানোর কথা বলে তার চালিত ভ্যানে করে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর ফাঁকা ঘরে শিশুটিকে ধর্ষণের সময় কান্নাকাটি করলে পার্শ্ববর্তী ঘরের বাসিন্দারা এসে বিবস্র অবস্থায় উদ্ধার করেন।


অপর ঘটনায় ১৩ জুন দিবাগত রাতে চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গুচ্ছ গ্রামে পরকিয়া প্রেমিক যুগলকে আটকে রেখে বেল্লাল ও আব্বাস দুইজন মিলে ধর্ষণ করেন প্রেমিকাকে। তজুমদ্দিনের বাসিন্দা ২ সন—ানের জননী ওই নারী কিশোরগঞ্জ জেলার পরকিয়া প্রেমিক মোস্তাকিমকে নিয়ে গুচ্ছগ্রামে অবস্থান করছিল।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহব্বত খান ঘটনা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় মামলা রুজ হয়েছে। ভিকটিমদের চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বেল্লাল (৩৫), মোঃ সোহেল (২৪), আঃ রহমান সুমন (৩২)কে আটক করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে