রাজশাহীর দুর্গাপুর উপজেলার কামরুজ্জামান ওরফে কামরুল শেখ নামে এক বিএনপি নেতা কিডনি জনিত কারণে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৪ জুন) রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে তাকে দেখতে যান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। এসময় তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নগদ অর্থ প্রদান করেন। তিনি চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। একই দিনে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আলতাফ হোসেনকে দেখতে যান এবং নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার সাথে তার সাথে পুঠিয়া-দুর্গাপুরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইতিপূর্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অনেক বিএনপির নেতাকর্মীর সাথে দেখা করে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও তিনি পুঠিয়া-দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অসুস্থ শিশু, নারী, পুরুষদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়ে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে আসছেন।