বাঘায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০২:৩৯ পিএম
বাঘায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রাজশাহীর বাঘায় পৃথক দুটি ফুটবল ও ক্রীকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার ও শনিবার বিকেলে উপজেলার বাউসা হারুন অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ও  আড়ানীর বেড়েরবাড়ি মাঠে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার ও শনিবার বিকেলে উপজেলার বাউসা হারুন অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ও  আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মাঠে পৃথক দুটি ফুটবল ও ক্রীকেট খেলা চলছিল। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আড়ানী চকরপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রানা আলী (২৪), আব্দুল জলিল ছেলে মতিউর রহমান (৪২), বাবর আলীর ছেলে  আনছার আলী (২৮), মকছেদ আলীর ছেলে বিল্পব আলী (২০)। এরমধ্যে রানা আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নীবিড় পরিচর্চা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মকছেদ আলী ছেলে  ফরহাদ  আলী (১৬), আব্দুল লতিফ ছেলে  তপু আহম্মেদ (১৫), শাহিন আলীর ছেলে  সিয়াম হোসেন (১৮), মতিউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, রানার বাবা রুস্তম আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে