এ্যাড: তাইফুল ইসলাম টিপু

লালপুর-বাগাতিপাড়াকে মডেল নির্বাচনী এলাকা হিসাবে উপহার দিতে চাই

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০২:৪৯ পিএম
লালপুর-বাগাতিপাড়াকে মডেল নির্বাচনী এলাকা হিসাবে উপহার দিতে চাই

আপনারা বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের পক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে, আমাদের পক্ষে, মানুষের কাছে দোয়া চান‌। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে  আরেকটি যুগের সূচনা করে যে উন্নয়ন সাধিত হবে সেই উন্নয়নের ধারা লালপুর-বাগাতিপাড়ার মাটিকেও একটি মডেল নির্বাচনী এলাকা হিসাবে উপহার দিতে চাই।

নাটোরে লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড: তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।

শনিবার (১৪ জুন) বিকেলে লালপুরের বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক এ্যাড: তাইফুল ইসলাম টিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ আব্দুল হাই নান্নু  প্রমূখ।

অনুষ্ঠানে বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুয়া অনুষ্ঠিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে