রাজশাহীর বাঘায় সাপের কামড়ে স্কুল শিক্ষক নন্দ দুলাল কর্মকারের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নন্দ দুলাল কর্মকার আড়ানী ইউনিয়নের পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পান্নাপাড়া গ্রামের মৃত আন্দু কুমার কর্মকারের ছেলে।
জানা গেছে, শিক্ষক নন্দ দুলাল কর্মকার শনিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে বিষধর সাপে কামড় দেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
এ বিষয়ে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বাল্যবন্ধু আনোয়ারুল হক বারিন বলেন, তার সাথে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে আড়ানী ডিগ্রি কলেজে ডিগ্রী পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি। সে অত্যান্ত সাধাসিধে এবং ভালো মনের মানুষ ছিল। ছাত্রজীবনে অনেক হাসি মস্করা অনেক করেছি তার সাথে, কিন্তু কখনো তাকে রাগ করতে দেখিনি। সব কিছু হাসিমুখে উড়িয়ে দিয়েছে। এছাড়া সে অত্যান্ত মেধাবী ছাত্র ছিল।