ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৩:৪৬ পিএম
ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর পটুয়াখালীর গলাচিপায় হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার আয়োজনে মশাল মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান মুন্না, বরিশাল জেলার সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি শফিকুর রহমান সাগর, মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, গণঅধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রানা আহমেদ প্রমুখ। বক্তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


আপনার জেলার সংবাদ পড়তে