বরিশালে যুবদল নেতাকে শোকজ, মামলা দায়ের

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৩:৪৯ পিএম
বরিশালে যুবদল নেতাকে শোকজ, মামলা দায়ের

বরিশাল মহানগর যুবদলের ৩০ নম্বর ওয়ার্ডের আহবায়ক রমজান হাওলাদারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে নারী ও শিশুদের শ্লীলতাহানি এবং গালিগালাজের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার পর ওই যুবদল নেতাকে শোকজ করেছে মহানগর যুবদলের নেতৃবৃন্দরা। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জন্য তদন্ত কমিটি গঠণ করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার (১৫ জুন) সকালে মহানগর যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপলের স্বাক্ষরিত শোকজ নোটিশে জানা গেছে, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান উল্লেখিত অভিযোগ আমলে নিয়ে সহ-সভাপতি কাইয়ুম রেজওয়ান সাগর ও সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মাহফুজ রেজা খান মিঠুকে নিয়ে দুই সদস্যর তদন্ত কমিটি গঠণ করেছেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রমজান হাওলাদারকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে হয়রানির অভিযোগের ঘটনায় রমজান হাওলাদার ও মাছুম মাঝির নামোল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ভুক্তভোগী রুবিনা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

এজাহারে জানা গেছে, গত ১১ জুন রাত ১০টার দিকে রুবিনা আক্তার তার দুই মেয়ে, এক ছেলে এবং ফুফুকে নিয়ে প্রাইভেটকারযোগে কলাডেমা খানবাড়ি থেকে সমাজকল্যাণ এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সমাজকল্যাণ অফিসের সামনে রমজান হাওলাদার ও মাসুম মাঝিসহ তাদের ১০-১২ জন সহযোগিরা গাড়ির গতিরোধ করে। পরে তারা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গাড়িতে ইয়াবা রয়েছে দাবি করে তল্লাশি চালাতে চায়। একপর্যায়ে রুবিনার সন্তানদের জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে গাড়ির ভেতরে ঢুকে অশ্লীলভাষায় গালিগালাজ, শারীরিক লাঞ্ছনার চেষ্টা এবং রুবিনার মেয়েদের শ্লীলতাহানীর চেষ্টা করা হয়। এজাহারে রুবিনা আক্তার আরও উল্লেখ করেছেন, পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। যার উদ্দেশ্য ছিল অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই করা।

উল্লেখ্য, রমজান হাওলাদারের বিরুদ্ধে এর আগেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির সম্ভ্রাব্য প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর ব্যানার ভাঙচুর, ছাত্রদলের কার্যালয় ভাঙচুরসহ সাংগঠনিক বিশৃঙ্খলার একাধিক অভিযোগ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে