টিউলিপ সিদ্দিককে আবারও তলব, ঢাকার পাঁচ ঠিকানায় দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৬:১৮ পিএম
টিউলিপ সিদ্দিককে আবারও তলব, ঢাকার পাঁচ ঠিকানায় দুদকের চিঠি

বাংলাদেশে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পূর্বের তলব চিঠি গ্রহণ না করার অভিযোগের প্রেক্ষিতে এবার রাজধানী ঢাকার পাঁচটি ঠিকানায় একই সঙ্গে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। আগামী শনিবার (২২ জুন) হাজির হতে বলা হয়েছে তাঁকে। পাশাপাশি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও বিএনপি নেতা নাসের রহমানের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

রোববার (১৫ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

রাজধানীর গুলশান-২ এলাকার ১১ নম্বর রোডে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গত মে মাসে প্রথমবারের মতো টিউলিপ সিদ্দিককে তলব করেছিল দুদক। তবে কমিশনের দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেছেন।

এই অভিযোগের ভিত্তিতেই আগের ঠিকানাসমূহসহ নতুন আরও দুটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। মোট পাঁচটি ঠিকানায় এবার চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগ এবং সরাসরি দুদক কর্মকর্তাদের মাধ্যমে। এমনকি প্রয়োজনীয় হলে প্রকাশ্য স্থানে চিঠি সাঁটানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র ও বিএনপির রাজনীতিবিদ নাসের রহমানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। এই অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর সম্পদ জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার পার্টির সংসদ সদস্য। তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজি।

আপনার জেলার সংবাদ পড়তে