বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৯ জন রোগী এবং মৃত্যু হয়েছে একজনের। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩০ জনে।
রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে— মোট ১৩৪ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ২২২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ২৯৯ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৯৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এর মধ্যে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫ জন। তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
প্রতিবছর বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। এবারও সেই আশঙ্কার সত্যতা মিলছে। বিশেষজ্ঞরা নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।