কালিয়াকৈরে বিএনপির উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৬:৫৮ পিএম
কালিয়াকৈরে বিএনপির উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
বিএনপির কমিটি ঘোষনাকে কেন্দ্র করে কালিয়াকৈরে ধাওয়া পাল্টা ধাওয়া কালিয়াকৈর (গাজীপুর)  প্রতিনিধি  গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে  কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটি ও পদবঞ্চিত কমিটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় একাধিক সুত্র জানায় রোববার দুপুরে পদ বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান  করে। দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা  বক্তব্য  শেষে কালিয়াকৈর বিভিন্ন  সড়কে মিছিল নিয়ে  পদক্ষিন করে। অপরদিকে নবাগত  আহবায়ক কমিটির নেতৃত্বে বিরাট মিছিল  কালিয়াকৈরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে।মিছিলটি কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছালে উপজেলা ও পৌর বিএনপির  আহবায়ক কমিটি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু'পক্ষের মধ্যে   ইট পাটকেল, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এই ঘটনায়  পুলিশ কাঁদানী গ্যাস নিক্ষেপ করে  দু'পক্ষইকে ছত্রভঙ্গ  করে। পরে যৌথ বাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। উপজেলা  বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম  আনোয়ার হোসেন জানান,   উপজেলা ও পৌর বিএনপির  আহবায়ক কমিটি গঠনে আমাদের নেতাকর্মীরা আনন্দ  মিছিল  করে।  উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ জানান,  উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। ওই কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। এজন্য  এই কমিটিকে বাতিলের দাবিতে আমাদের নেতাকর্মীরা মিছিল বের করেছি। উল্লেখ গত শনিবার কালিয়াকৈর উপজেলা বিএনপির ওই কমিটিতে নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব অপরদিকে মাহমুদ সরকারকে আহবায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির অপর পক্ষ  এই কমিটি  বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের   করে।  দুই পক্ষের  মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে পদ বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান  করে। দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা  বক্তব্য  শেষে কালিয়াকৈর বিভিন্ন  সড়কে মিছিল নিয়ে  পদক্ষিন করে। অপরদিকে নবাগত  আহবায়ক কমিটির নেতৃত্বে বিরাট মিছিল  কালিয়াকৈরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে। একপর্যায়ে  পারভেজ  আহমেদ গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছালে উপজেলা ও পৌর বিএনপির  আহবায়ক কমিটি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু'পক্ষের মধ্যে   ইট পাটকেল, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এই ঘটনায়  পুলিশ কাঁদানী গ্যাস নিক্ষেপ করে  দু'পক্ষইকে ছত্রভঙ্গ  করে। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ  নেতাকর্মীদের বুঝিয়ে  শান্ত করে ।  কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের  জানান,  বিএনপির  দুই পক্ষের  নেতা কর্মীরা মিছিল বের করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।তবে যে কোন পরিস্থিতি সামাল দিতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি
আপনার জেলার সংবাদ পড়তে