শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াকে প্রধান সমন্বয়কারী এবং আলমগীর কবির মিথুন , লুৎফর রহমান লাজু, আর কে রেজা, ফিরোজ আহমেদ, এসএম রশিদ সিরাজী নিপুণ ও তান্না ইসলামকে যুগ্ম সমন্বয়কারীরা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন,আরিফ সাফফারী, আল মামুন সরকার, রাশেদুল হাসান, মাজহার মেহেদী, আবুসালেহ, আশরাফুল আলম মোহন, মো. আব্দুল মান্নান মাষ্টার, হুমায়ুন কবির আকাশ, মমিনুল ইসলাম আরব, রুহুল আমিন, মো. জোবায়ের আহমেদ, সুজন মিয়া, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন, মনোয়ার হোসেন, সাব্বির হাসান জুয়েল, উম্মে হাবিবা, কাকন আহমেদ, মো. জাহাঙ্গীর জালাল, শারমিন আক্তার ও মো. সাদ্দাম হোসেন।
গত ১৩ জুন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
জানা গেছে, এই কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।
যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন গণমাধ্যমকে বলেন, জাতীয় নাগরিক পার্টিকে শেরপুর জেলায় ফুটিয়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।